১. পুনর্মিলন ২০২৪ -এ অংশগ্রহনকারী অবশ্যই ঢাকা গভ. মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র হতে হবে।
২. পুনর্মিলন অনুষ্ঠানে পরিবারের সদস্য ব্যতীত অতিথি গ্রহনযোগ্য হবে না।
৩.পুনর্মিলন অনুষ্ঠানে অতিথিদের শুধুমাত্র খাবার প্রদান করা হবে।
৪. Payment করার পরে রেজিষ্ট্রেশন সংশোধন করা যাবে না। । তবে শুধুমাত্র এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি/ মহাসচিব বরাবর আবেদন সাপেক্ষে।
৫. রেজিষ্ট্রিশনে পরে টাকা ফেরতযোগ্য হবে না।
৬. অনুষ্ঠানে মানি রিসিট প্রদর্শন করে গিফট ও খাবার টোকেন সংগ্রহ করতে হবে।
৭. পাসপোর্ট সাইজ ব্যতীত কোনো ছবি গ্রহনযোগ্য হবে না।
৮. রেজিষ্ট্রেশনের করার পরে অতি শীঘ্রই Application এবং Money Receipt সংগ্রহ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।